হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারদের মনের কথাটা বললেন ‘ভারতের জামাই’

আইপিএল খেলে কাড়ি কাড়ি টাকা আয় করছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। বঞ্চিত শুধু পাকিস্তানিরা। দুই দেশের শীতল সম্পর্কের কারণে চাইলেও ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ নেই পাকিস্তানি ক্রিকেটারদের। আইপিএলের নিলামে অপেক্ষাকৃত কম আলোচিত ক্রিকেটারেরও দাম যখন ওঠে কোটি টাকা, তখন খেলার সুযোগ না পাওয়ার জন্য যেকোনো ক্রিকেটারেরই আফসোস হওয়ার কথা! 

সেই আফসোস থেকেই কি না, পাকিস্তানি পেসার হাসান আলী জানিয়ে দিলেন, আইপিএলে খেলতে চান তিনি। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পেসার বললেন, ‘সব খেলোয়াড়ই আইপিএল খেলতে চান। আমারও ইচ্ছা সেখানে খেলার। বিশ্বে এটাই সবচেয়ে বড় (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) লিগ। ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি খেলতে চাই।’

পাকিস্তানি পেসার, এর বাইরেও একটা পরিচিতি আছে হাসান আলীর—ভারতের জামাই। ২০১৯ সালের আগস্টে হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করেন হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়ার স্বামী হওয়ার পর থেকেই ভারতের জামাই হিসেবেও কেউ কেউ ডেকে থাকেন তাঁকে। ভারতে বিশ্বকাপ খেলে দলের সবাই দেশে ফিরে গেলেও ভারতেই রয়ে গেছেন হাসান।

আইপিএলে খেলার পাশাপাশি আরও একটা ইচ্ছার কথা জানিয়েছেন হাসান আলী। দুই দেশের ক্রিকেট সম্পর্ক চালু দেখতে চান, দেখতে চান ভারত নিয়মিত পাকিস্তান সফর করছে। হাসানের ভাষায়, ‘পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট খেলা উচিত। সব দলই পাকিস্তানে খেলছে। নিউজিল্যান্ড এসেছে। নিরাপত্তার হুমকির কারণে দেশে ফিরে গেছে এবং আবার পাকিস্তানে এসে পুরো সিরিজ খেলেছে। সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হয়েছে তাদের। ভারতেরও অবশ্যই পাকিস্তানে এসে খেলা উচিত।’

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে