হোম > খেলা > ক্রিকেট

ডিপিএল রেখেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্টাম্পে লাথি মারা আর উপড়ে ফেলার কাণ্ডে তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে আজই মাঠে ফিরছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে এটাই নাকি বাঁহাতি অলরাউন্ডারের শেষ ম্যাচ। আজ খেলে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, সাকিব এরই মধ্যে সুপার লিগে না খেলার বিষয়টি ক্লাবকে জানিয়েছেন। এখন বিসিবির অনুমতির অপেক্ষায় আছেন। অনুমতি মিললেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে উঠবেন সাকিব। মোহামেডানের হয়ে সুপার লিগে না খেললেও জিম্বাবুয়ে সফরে খেলার কথা সাকিবের। সে জন্যই বিসিবির অনুমতি নিয়ে রাখা।

মোহামেডান ক্লাব সূত্রে অবশ্য আরও একটা ব্যাপার নিশ্চিত হওয়া গেছে। সাকিবের সঙ্গে চুক্তিই ছিল মোহামেডান সুপার লিগে ওঠা পর্যন্ত।। মোহামেডান এখন সুপার লিগে উঠে গেছে। স্বাভাবিকভাবে তাই চুক্তি শেষ হতেই ক্লাব ছাড়ার কথা সাকিবের।

মোহামেডানের কোচ মেহরাব হোসেন অপি এ বিষয়ে এখনো কিছুই জানেন না! আজকের পত্রিকাকে অপি বলেছেন, ‘সাকিবের না থাকার বিষয়টি নিয়ে আমাকে কিছু জানানো হয়নি। সাকিব যদি না থাকে তবে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে। সাকিবের সঙ্গে চুক্তির শর্ত কি কিংবা সে কত ম্যাচ খেলবে, সেটাও আমাদের জানানো হয়নি।’

আজ সন্ধ্যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সাকিবের মোহামেডান। এই ম্যাচে সাকিব খেললেও না–ও করতে পারেন অধিনায়কত্ব।

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী