হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান 

নিজস্ব প্রতিবেদক

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৪০ রানের বেশি করতে পারেনি। ম্যাচটি জিততে পারলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট লেংথের বল কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার কমুনহুকামউই (১)। আরেক ওপেনার মারুমানিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হন এ ওপেনার। জিম্বাবুয়ের রান তখন ৩৩। 

তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও ব্রেন্ডন টেলর। বেশ সাবধানেই খেলতে থাকেন তাঁরা। তবে তাঁদের বেশি দূর এগোতে দেননি সাকিব আল হাসান। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব। 

ডিওন মায়ার্স ও টেলর চতুর্থ উইকেট জুটিতে বড় কিছু করার আভাস দিয়েও পারেননি। দারুণ খেলতে থাকা টেলর হিট উইকেটে আউট হন। শরিফুলের করা বাউন্সারটি ছেড়ে দেন টেলর। তখনই ব্যাট স্টাম্পে লাগলে হিট উইকেট হন টেলর (৪৬)। উইকেটে থিতু হওয়া মায়ার্সকে ৩৪ রানে ফেরান সাকিব। জিম্বাবুয়ের রান তখন ৫ উইকেটে ১৪৬ রান। 

ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ৬৩ রানে জুটি গড়ে মাধিভেরে। এর মাঝে ফিটটিও তুলে নেন মাধিভেরে। এরপর অবশ্য তাকে আর ডানা মেলতে দেননি শরিফুল। তামিমের দুর্দান্ত ক্যাচে ৫৬ রান করে আউট হন মাধিভেরে। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে সংগ্রহটা বেশি বড় পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে জিম্বাবুয়ে। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার শরিফুল। সাকিব নেন ২ উইকেট। সাইফউদ্দিন, তাসকিন ও মিরাজ প্রত্যেকেই নেন একটি করে উইকেট। 

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া