হোম > খেলা > ক্রিকেট

১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড জয়

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে অলআউট করে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আরও একবার মুখ থুবড়ে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। আর তাতেই ক্রাইস্টচার্চ টেস্টে আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ২৭৬ রানের বড় জয় পেয়েছে কিউইরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম ইনিংস ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। ১৮ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে এই প্রথম জয়ের দেখা পেল কিউইরা। ২০০৪ সালে অকল্যান্ডে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জিতেছিল নিউজিল্যান্ড। 

৩ উইকেটে ৩৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিউই বোলারদের তোপে আড়াই ঘণ্টার বেশি ব্যাট করতে পারেনি ডিন এলগারের দল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থেমেছে ১১১ রানে। দিনের দ্বিতীয় বলেই ম্যাট হেনরির ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হোন রাসি ফন ডার ডুসেন। পরে কাইল জেমিসনের বলে প্রথম স্লিপে ধরা পড়েন জুবাইর হামজা। 

ষষ্ঠ উইকেটে প্রতিরোধের আভাস দিয়েও সুবিধা করতে পারেননি টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা। বাকি ব্যাটাররাও টিম সাউদি-হেনরিদের সামনে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন সাউদি। আর প্রথম ইনিংসের ৭ উইকেট নেওয়া হেনরির শিকার ২ উইকেট। 

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ৪৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন হেনরি নিকোলস। তা ছাড়া টম ব্লান্ডেল ৯৬ আর হেনরি করেছিলেন অপরাজিত ৫৮ রান। প্রথম ইনিংস শেষে ৩৮৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট