হোম > খেলা > ক্রিকেট

ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে মিলছে না, বলছেন সুজন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো থাকছেন কী থাকছেন না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বিষয়টা পুরোপুরি বোর্ড সভাপতি ও ডমিঙ্গোর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে গতকাল বাংলাদেশে ফিরে এশিয়া কাপের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ডমিঙ্গো। আজও অনুশীলনের শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। 

তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর সুজন মনে করেন, ডমিঙ্গোর দর্শন বাংলাদেশের সঙ্গে ঠিক মিলছে না। এশিয়া কাপ সামনে রেখে আজ মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সুজন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার এবং আপনার দর্শন সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি কোচের দর্শনও আলাদা। সত্যি বলতে, ওর (ডমিঙ্গো) দর্শন যেটা, সেটা হয়তোবা আমাদের সঙ্গে মিলছে করছে না।’ 

এ জন্য কোচিং প্যানেলে কিছু পরিবর্তনের কথা ভাবছে বিসিবি। যার প্রথম ধাপে সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। কোচিং প্যানেলে পরিবর্তন নিয়ে সুজন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারছি না। সুতরাং দেশের ক্রিকেটের জন্য যদি ভিন্ন দর্শনের কেউ আসে তাতে অসুবিধা কী। এই সংস্করণে আমরা অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা করতে পারি, যেটা ওয়ানডেতে করতে পারি না। তবে হয়তো টেস্টেও আমরা এ রকম কিছু করতে পারি। দেখুন, এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছি না।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা