হোম > খেলা > ক্রিকেট

ডাবল সেঞ্চুরি করে রুটের পাশে ওয়ার্নার 

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নারের কাছে হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ অবশেষে প্রায় তিন বছর পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়ে হয়ে গেলেন ইতিহাসের অংশ। তাতে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

৫১ বলে ৩২ রান করে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ওয়ার্নার। ৭২ বলে করলেন ফিফটি। বাকি ফিফটিও করলেন ৭২ বলে। ৪৫ তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফাইন লেগ দিয়ে পুল করে চার মারলেন। সাদা পোশাকে ২৫ তম সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার। শততম টেস্টে তিন অঙ্ক ছোঁয়ার স্বপ্ন পূরণের পর স্কোরটা আরও বড় করতে থাকেন। ৭৭তম ওভারের শেষ বলে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রুট। চেন্নাইতে ২০২১ সালে ভারতের বিপক্ষে ২১৮ রানের ইনিংস খেলেন। আর শততম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন কলিন কাউড্রে। ১৯৬৮ তে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ এই ব্যাটার। শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হচ্ছেন রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও ১৪৩ রান করেছিলেন পন্টিং।  আর দশম ব্যাটার হিসেবে টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার।

ক্রিকেটার               দল             স্কোর    প্রতিপক্ষ     ভেন্যু      বছর   
১.কলিন কাউড্রে      ইংল্যান্ড         ১০৪     অস্ট্রেলিয়া    এজবাস্টন  ১৯৬৮ 
২.জাভেদ মিয়াঁদাদ   পাকিস্তান        ১৪৫    ভারত        লাহোর    ১৯৮৯
৩.গর্ডন গ্রিনিজ      ওয়েস্ট ইন্ডিজ     ১৪৯    ইংল্যান্ড    সেন্টজোনস  ১৯৯০
৪.অ্যালেক স্টুয়ার্ট      ইংল্যান্ড         ১০৫  ওয়েস্ট ইন্ডিজ  ম্যানচেস্টার  ২০০০
৫.ইনজামাম উল হক   পাকিস্তান     ১৮৪    ভারত       বেঙ্গালুরু      ২০০৫
৬.রিকি পন্টিং        অস্ট্রেলিয়া       ১২০  দক্ষিণ আফ্রিকা   সিডনি     ২০০৬
রিকি পন্টিং           অস্ট্রেলিয়া         ১৪৩  দক্ষিণ আফ্রিকা  সিডনি    ২০০৬
৭.গ্রায়েম স্মিথ      দক্ষিণ আফ্রিকা    ১৩১    ইংল্যান্ড      ওভাল     ২০১২
৮.হাশিম আমলা  দক্ষিণ আফ্রিকা       ১৩৪   শ্রীলঙ্কা    জোহানেসবার্গ ২০১৭
৯.জো রুট        ইংল্যান্ড               ২১৮   ভারত         চেন্নাই    ২০২১
১০.ডেভিড ওয়ার্নার  অস্ট্রেলিয়া       ২০০ দক্ষিণ আফ্রিকা  মেলবোর্ন  ২০২২

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন