মাঠের পারফরম্যান্স যখন প্রত্যাশামাফিক হয় না, তখন দল নিয়ে অনেক কথাই শোনা যায়! গত ওয়ানডে বিশ্বকাপের সময়ের কথাই ধরুন না! আশানুরূপ পারফর্ম করতে তো পারেইনি বাংলাদেশ, উল্টো সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে হেরেছে।
দলের নতজানু এই পারফরম্যান্স অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের মনে—দলের ব্যাটিং কম্বিনেশন নিয়ে কেন এত পরীক্ষা-নিরীক্ষা, নিয়মিত হওয়ার পরও কেন নাজমুল হাসান শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার সুনির্দিষ্ট নয়, টপ কিংবা মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার পরও কেন ভালো পারফর্ম করা মাহমুদউল্লাহ রিয়াদকে নিচের দিকে খেলানো হচ্ছে?
এসব প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে অনেক ক্রিকেট সমর্থকই দায় চাপিয়েছেন দলের শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহের ওপর। বিশেষ করে দলের ওপর তাঁরা বাড়াবাড়ি খবরদারিকেও বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে দেখেছেন কেউ কেউ। অনেকেরই বিশ্বাস লঙ্কান কোচের খবরদারির কারণেই দলে সিনিয়ররা উপেক্ষিত হয়েছেন, কিংবা উপলব্ধি বোধ করেছেন। ক্রিকেট সমর্থকদের এসব মনের কথাটাই গতকাল প্রকাশ্যে আনলেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
আবাহনীর প্রথম মেট্রোপলিস ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বারিধারায় মিলিত হয়েছিলেন আবাহনীর সাবেক খেলোয়াড়েরা। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ কোচ হাথুরুসিংহের সমালোচনা তো করেছেনই, তাঁর সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে তুলেছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরই কোচ হিসেবে পরিচিতি পাওয়া হাথুরু প্রথম দফায় দায়িত্বের মেয়াদ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। হয়েছিলেন শ্রীলঙ্কার কোচ। কিন্তু সেখানে বরখাস্ত হওয়ার পর আবার ফিরে এসেছেন বিসিবিতে। ফারুকের প্রশ্ন, ‘তার সামর্থ্য নিয়ে বেশি কিছু বলার নেই। শ্রীলঙ্কাতে বরখাস্ত হওয়ার পর আইপিএল কিংবা কোনো জাতীয় দলের কোচ হতে পারেনি সে। একটা আইপিএল কিংবা কোনো জাতীয় দলের কোচ হতে পারেনি’ এরপর তবু তাঁকে ফিরিয়ে আনার কোনো কারণ দেখেন না বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক, ‘আমরা তাকে কী মনে করে ফেরালাম? কোন যুক্তিতে?’