২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব দুই ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। মূল ১৫ সদস্যের ৬ ক্রিকেটারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে সাকিব আল হাসানই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি সবকটি বিশ্বকাপে খেলছেন। মাহমুদউল্লাহ রিয়াদের এটা হতে যাচ্ছে অষ্টম বিশ্বকাপ। সাকিবের চেয়ে এক বিশ্বকাপ কম খেললেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ খেলেছেন ১২৮ ম্যাচ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব বাংলাদেশের জার্সিতে খেলেন ১১৯ টি-টোয়েন্টি। ২৪০৪ ও ২২৬৫ রান করে সাকিব ও মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। ১৪৫ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারীও।
যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তিনি এর আগে শুধু ২০২২ বিশ্বকাপেই খেলেছেন। বাংলাদেশের জার্সিতে তিনি খেলেছেন ৩৬ টি-টোয়েন্টি। তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন—এই ৬ ক্রিকেটারের আগে কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি। এঁদের মধ্যে বেশি ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন হৃদয়। বাংলাদেশের জার্সিতে ৪টি করে টি-টোয়েন্টি খেলেছেন তানজিম সাকিব ও তানভীর।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিন বাংলাদেশের জার্সিতে খেলেন ৬১ টি-টোয়েন্টি। তাসকিন এবার খেলতে যাচ্ছেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর সমসাময়িক আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা লিটন দাস ও সৌম্য সরকার অফফর্মের কারণে সব সময় থাকেন আশা-যাওয়ার মধ্যে। লিটন, সৌম্য—দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮০টি করে ম্যাচ খেলেছেন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে খেলেন ৯০ টি-টোয়েন্টি। বিশ্বকাপে বাংলাদেশ যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, তাদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ তিনিই খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৫ উইকেট নেওয়া মোস্তাফিজ আছেন সাকিবের পরই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কে কত ম্যাচ খেলেছেন
ম্যাচ
মাহমুদউল্লাহ রিয়াদ ১২৮
সাকিব আল হাসান ১১৯
মোস্তাফিজুর রহমান ৯৩
লিটন দাস ৮০
সৌম্য সরকার ৮০
তাসকিন আহমেদ ৬১
শেখ মেহেদী হাসান ৪৭
শরীফুল ইসলাম ৩৯
নাজমুল হোসেন শান্ত ৩৬
তাওহীদ হৃদয় ১৯
রিশাদ হোসেন ১৪
জাকের আলী অনিক ১১
তানজিদ হাসান তামিম ৫
তানজিম হাসান সাকিব ৪
তানভীর ইসলাম ৪