হোম > খেলা > ক্রিকেট

সিলেটের সৌন্দর্যে মুগ্ধ সাকিবদের ব্যাটিং পরামর্শক সিডন্স

জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্সকে ডিসেম্বরের শেষ দিকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগে থেকেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। যে কারণে সিডন্সের দায়িত্ব কী হবে তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে। গতকাল প্রিন্স সরে দাঁড়ানোয় এখন অনেকটাই নির্ভার সিডন্স। 

আজ সিলেটে ধারণ করা একটি ভিডিও পোস্ট করে দ্বিতীয়বার বাংলাদেশে আসার অভিজ্ঞতার কথা জানিয়েছেন সিডন্স। ড্রাইভার হোসাইনকে সঙ্গে নিয়ে ধারণ করা ভিডিওটিতে অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘আমি বাংলাদেশে এসেছি। আমি এখন সুন্দর শহর সিলেটে অবস্থান করছি। যেখানে আমি অবস্থান করে তার ভিডিও চিত্র ধারণের চেষ্টা করছি। ছোট একটা ফক্সওয়াগনে চড়ে আমি এখানে এসেছি। সিলেট অসাধারণ একটি শহর! অসাধারণ! সুন্দর চা-বাগান। চারপাশে সবুজের সমারোহ। পাহাড়ের ওপরে ছোট একটা রিসোর্টে আমরা আছি। এটা খুবই সুন্দর। দারুণ সময় কেটেছে, আমি আরও পোস্ট দেব। যাওয়ার সময় হয়ে এসেছে।’ 

শুধু সিলেটের সৌন্দর্যেই নয়, বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্সেও মুগ্ধ সিডন্স। তিনি বলেন, ‘বিপিএলের আরও কিছু ম্যাচ দেখতে হবে। দারুণ কিছু প্রতিভা দেখা গেছে।’ 

সিলেটে ঠান্ডায় কাবু হয়েছেন জানিয়ে সিডন্স আরও বলেন, ‘সিলেটে অনেক ঠান্ডা। সামনে আসার সময় আরও কয়েকটা জাম্পার নিয়ে আসতে হবে।’

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরিও পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি