হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে মিরাজ-মুমিনুলদের উন্নতি

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। 

শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ। 

হাসানের সঙ্গে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)। 

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন। 

বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের