হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছে। ছবি: বিসিবি

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ যে ড্র হবে, সেটা আগে থেকেই অনুমিত ছিল। কারণ, তৃতীয় দিন শেষে দুই দলেরই একটি করে ইনিংস বাকি ছিল। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাড়মেড়ে ড্রতেই শেষ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী হয়ে ওঠে। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির আধিপত্যই ছিল বেশি। তৃতীয়, চতুর্থ দুই দিনে কোনো বলই মাঠে গড়াতে পারেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দুই ম্যাচের চার দিনের সিরিজ ০-০ ব্যবধানে ড্র হয়েছে।

মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। স্বাগতিকেরা ১২১.৪ ওভারে ৩৭১ রানে অলআউট হয়ে যায় । ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান। দক্ষিণ আফ্রিকার মোগাকানে ও এনতুলি নিয়েছেন ৪ ও ৩ উইকেট। এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ও ডিয়ান ফরেস্টে পেয়েছেন ২ ও ১ উইকেট।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র হলেও রিপন মন্ডলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সেপো ইনোসেন্ট এনতুলির ঝগড়া বেশ আলোড়ন তুলেছে। এটা হয়েছে পরশু দ্বিতীয় দিনে। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন। দুই ক্রিকেটারের মধ্যে বাকবিতণ্ডা সামলাতেমাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন।

বাংলাদেশ অলআউট হওয়ার পরই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যায়। ৪২.৩ ওভারে ৬ উইকেটে যখন তাদের স্কোর ১৫২ রান, তখনই বৃষ্টি নেমেছিল। এরপর এই ম্যাচে আর কোনো খেলা হয়নি। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি। বাংলাদেশের রিপন মন্ডল, রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী ও নাঈম আহমেদ। সেঞ্চুরি করা বাংলাদেশের ওপেনার ইফতি হয়েছেন ম্যাচসেরা।

চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের প্রথম চার দিনের ম্যাচটা তাও একটু লড়াই হয়েছে। ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এমনকি দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা ৪১ রানে ৫ উইকেট হারায়। ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি গড়েন মঈন খান ও প্রীতম কুমার। এরপরই দুই দল ড্র মেনে নেয়। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ সেই ম্যাচে।

আরও পড়ুন:

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড