হোম > খেলা > ক্রিকেট

শান্ত-জয়ে দারুণ এক সেশন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় ওভারেই ভড়কে দিয়েছিলেন নিজাত মাসুদ। অভিষেক টেস্টের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে ফেরান জাকির হাসানকে। ফুল লেন্থের বল হালকা মুভেমেন্ট নিয়ে জাকিরের ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে। আম্পায়ার প্রথম আউট না দিলেও আফগানিস্তান রিভিউ নেওয়ার পর জাকির আর বাঁচতে পারলেন না। ১ রান আসে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।

প্রথম সেশনে জাকিরের উইকেটটাই আফগানদের অর্জন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিনে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে বাকি সময়টা ছিল বাংলাদেশেরই। মিরপুর টেস্টে প্রথম দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। ৪.৮৩ হারে রান তুলছে বাংলাদেশ। টেস্ট স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৭০ বলে ৩৮ রানে অপরাজিত আছেন জয়।

মাত্র ২০.১ ওভারে স্কোরে ১০১ রান জমা করে বাংলাদেশ। শান্ত ব্যাটিং করছেন অনেকটা ওয়ানডে মেজাজে। ৫৮ বলেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি। ৭৬ বলে ৬৪ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪১ বলে ১১০ রানের জুটি গড়েছেন শান্ত-জয়।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১২তম টেস্টে অধিনায়ক হিসেবে নাম লেখান লিটন দাস। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিয়ের আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টেস্ট অভিষেক হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা