‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’—২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাপারটা যেন এমনই। কেউ বা চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন, আবার কেউবা নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ১৬তম আইপিএল থেকে। সাকিব আল হাসান, কেইন উইলিয়ামসনদের মতো তারকারা না খেলায় আইপিএলে দল পেয়েছেন জেসন রয়, দাসুন শানাকারা।
এবারের আইপিএলে সাকিবকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কদিন আগে আইপিএলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে ভারতীয় ২ কোটি ৮০ লাখ রুপিতে ইংল্যান্ডের রয়কে নিয়েছে কলকাতা। তার আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুঃসংবাদ শোনেন উইলিয়ামসন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাঁটুতে মারাত্মক চোট পান উইলিয়ামসন। এরপর টুর্নামেন্ট থেকে ছিটকে যান নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। উইলিয়ামসনের পরিবর্তে শানাকাকে ৫০ লাখ রুপিতে নিয়েছে গুজরাট টাইটান্স।
এ ছাড়া গত বছরের শেষে দুর্ঘটনায় পড়ে এবারের আইপিএলই খেলা হচ্ছে না ঋষভ পন্তের। পন্তের পরিবর্তে অভিষেক পোরেলকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে সন্দীপ ওয়ারিয়ারকে।
খেলছেন না ডাক পেয়েছেন দল
সাকিব আল হাসান জেসন রয় কলকাতা
কেইন উইলিয়ামসন দাসুন শানাকা গুজরাট
জসপ্রীত বুমরাহ সন্দীপ ওয়ারিয়র মুম্বাই
ঋষভ পন্ত অভিষেক পোরেল দিল্লি
উইল জ্যাকস মাইকেল ব্রেসওয়েল বেঙ্গালুরু
কাইল জেমিসন সিসান্দা মাগালা চেন্নাই
মুকেশ চৌধুরী আকাশ সিং চেন্নাই
প্রসিধ কৃষ্ণা সন্দীপ শর্মা রাজস্থান
রাজ বাওয়া গুরনুর সিং ব্রার পাঞ্জাব
জনি বেয়ারস্টো ম্যাথ্যু শর্ট পাঞ্জাব