হোম > খেলা > ক্রিকেট

জয়টা বাংলাদেশের দরকার ছিল, বলছেন তাসকিন

টি-টোয়েন্টিতে জয় যেন বাংলাদেশের কাছে হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ’। একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিল বাংলাদেশ। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা বাংলাদেশ পেল আজ বিশ্বকাপে। হোবার্টে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচশেষে তাসকিন আহমেদ জানিয়েছেন, জয়টা বাংলাদেশের জন্য দরকার ছিল। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কখনো এক ম্যাচে দুই উইকেটের বেশি নেননি তাসকিন। আর আজ হোবার্টে নিয়েছেন ৪ উইকেট। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। যার মধ্যে ফিফটি পেরোনো কলিন অ্যাকারমানের গুরুত্বপূর্ণ উইকেটও ছিল। ৪ উইকেটের পাশাপাশি ১টা ক্যাচও ধরেছেন তাসকিন। বাংলাদেশের এই জয়ে হয়েছেন ম্যাচসেরা। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি তাসকিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘দারুণ একটা জয় এবং এই জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল। আমরা দল হিসেবে দারুণ খেলেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।’ 

নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম ওভারেই বোলিং করতে এলেন তাসকিন। প্রথম দুই বলেই দুই ডাচ ব্যাটারকে দেখালেন ড্রেসিংরুমের পথ। প্রথম বলে ওপেনার বিক্রমজিত সিংকে ফিরিয়ে দিয়েছেন। স্লিপে দারুণ ক্যাচ ধরেছেন ইয়াসির আলি রাব্বি। দ্বিতীয় বলে বাস ডি লিডকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়েছেন তাসকিন। টানা দুই উইকেট নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশের এই পেসার, ‘আমি আমার বেসিকেই ছিলাম। প্রথম ইনিংসে দেখেছিলাম মুভমেন্ট আছে। তাই টেস্ট ম্যাচের লেংথ মেনেই বোলিং করেছি।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ