হোম > খেলা > ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের লক্ষ্য ২৩০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ অলৌকিক কিছু করে দেখাবে এমনটা ভাবেননি কেউ। তবে নিগার সুলতানার দল প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। উইন্ডিজের কাছে হারায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। 

সেটিরই প্রথম পরীক্ষায় আজ বাংলাদেশকে ২৩০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ে মিতালি রাজের দল। ঋতু মণির দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ২২৯ রান তুলতে পারে ভারতীয় মেয়েরা। 

রান তাড়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে বিনা উইকেটে ৩। উইকেটে আছেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। 

মন্থর উইকেটে উদ্বোধনী জুটিতেই ৭৪ রান তোলেন শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা। শেফালি যখন আগ্রাসী মুডে, আরেক প্রান্তে থিতু স্মৃতি। তাতে ভারত পেয়ে গিয়েছিল বড় স্কোরের ভিত। 

তবে কোনো রান না দিয়েই ৩ উইকেট শিকার করে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ঋতু ও নাহিদা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৪ / ০ থেকে ৭৪ /৩-এ পরিণত হয় ভারত। এরপর ব্যাট-বলের লড়াই আরও জমে ওঠে। শেষ দিকে দ্রুত রান তুলে ভারত গড়তে পারে মাঝারি স্কোর। 

দলীয় সর্বোচ্চ ৫০ রান করে ভারতকে স্বস্তি এনে দেন স্বস্তিকা ভাটিয়া। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ঋতু। নাহিদা নিয়েছেন দুটি উইকেট। জাহানারা আলম একটি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। ফারিহা তৃষ্ণার জায়গায় সুযোগ পাওয়া লতা মণ্ডলও প্রভাব ফেলতে পারেননি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে