হোম > খেলা > ক্রিকেট

জায়গা ধরে রাখতে খেলছেন বিজয়-মুনিমরা, দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫৭ রান তাড়ায় বাংলাদেশকে দারুণ শুরুর স্বপ্ন দেখান ওপেনার লিটন দাস। ২০০ ওপর স্ট্রাইকরেটে ব্যাট করতে থাকা এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। এরপর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও তিনে আসা এনামুল হক বিজয়ের ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে যায়।

১৫৭ রান তাড়া করতে হলে ব্যাটারদের স্ট্রাইকরেট অন্তত ১৩০ থাকার দরকার ছিল। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটারদের গড় স্ট্রাইকরেট ছিল ১০০ কাছাকাছি। শেষের দিকে ব্যাট করা আফিফ হোসেন ও শেখ মেহেদী স্ট্রাইক রোটেট করার চেষ্টা করলেও ১০ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। ব্যাটারদের এমন স্বার্থপর ব্যাটিংকে ‘জায়গা ধরে রাখার’ ক্রিকেট মনে করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আজ জিম্বাবুয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। সুজন বলেন,‘নিশ্চিতভাবে হতাশা। জিম্বাবুয়ের সঙ্গে আমরা হারব এটা তো কেউ আশা করিনি। নিশ্চিতভাবে আমাদের দল যেরকমই থাকুক না কেন, তারপরও যে আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। এক কথায় বললে আমার জন্য অসম্মানের। সত্যি কথা বলতে গেলে কোনো দিনও আশা করিনি যে আমরা ওভাবে হারব গতকাল।’

তিন ম্যাচের সিরিজে সবচেয়ে স্বার্থপর ব্যাটিং করেছেন এনামুল বিজয়, মুনিম শাহরিয়াররা। পরিসংখ্যানও তাই বলছে। দুই ম্যাচেই তাদের স্ট্রাইকরেট ছিল ১০০ এর আশপাশে। সুজনের ব্যাখ্যা, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেব। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করেছে ৬ মারার। সবাই ২-১ করে....। নিজের জায়গা ধরে রাখার জন্য একটা মোটামুটি রান করে নিজেকে নিরাপদ রাখলাম। আপনি যদি ১০০,  ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’

ক্রিকেটারদের এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আহবান সুজনের। কোচিং স্টাফ কিংবা বিসিবিকে দোষ না দিয়ে ক্রিকেটারদের সক্ষমতার কথা বললেন তিনি, ‘এখন খেলোয়াড়দের এসব (ব্যর্থতার) জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জানি ওদের সে সক্ষমতা আছে। আপনি কোচিং স্টাফ বা বিসিবিকে দোষ দিয়ে লাভ হবে না, বিসিবি তো সেরাটাই দিতে চেষ্টা করছে। তারা না পারলে আমরা বলব তাদের সক্ষমতা নেই। এখন তাদেরই বের হয়ে আসতে হবে এখান থেকে।’

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া