হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছে না আইসিসি

কদিন আগে ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তির পরামর্শ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থেকে ওয়ানডে সংস্করণ বাদ দেওয়া। 

পরের দিন উসমান খাজা বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে। 

সপ্তাহজুড়েই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে নানা আলোচনা। এবার এ নিয়ে কথা বললেন স্বয়ং আইসিসির প্রধাণ নির্বাহী জিওফ অ্যালারডাইস। তিনি জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনো শঙ্কা নেই। 

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে থাকার কথা জানিয়েছেন অ্যালারডাইস। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘শুধু ওয়ানডে নয়; সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেশগুলো তাদের এফটিপিতে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ানডে পাচ্ছে। কাজেই আমার মনে হয়, ওয়ানডেতে তেমন কোনো বদল আসছে না। আগের পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’ 

ক্রিকেট বোর্ডগুলো এখন আন্তর্জাতিক সূচির ফাঁকে আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এগুলোর সমন্বয় আয়োজক বোর্ডগুলোকেই সামলাতে বলছেন অ্যালারডাইস, ‘প্রত্যেকে তাদের ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করে চলবে।’ 

এ বছর অক্টোবরে টি-টোয়ন্টি বিশ্বকাপ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ২০২৪ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপক্ষীয় সিরিজ তো আছেই। এ নিয়ে আইসিসি নির্বাহী বলছেন, ‘হ্যাঁ, ক্যালেন্ডারে প্রচুর চাপ আছে। কিন্তু আমি নিশ্চিত নই এটা খুব উদ্বেগের বিষয় হবে কি না।’

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর