হোম > খেলা > ক্রিকেট

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া, আগের অবস্থানে বাংলাদেশ 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কখনো অস্ট্রেলিয়া থাকছে, আবার কখনো অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠছে ভারত। এবার ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। 

বার্ষিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে ভারত এখন দুইয়ে অবস্থান করছে। এশিয়া মহাদেশের দলটির রেটিং পয়েন্ট ১২০। টেস্ট র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন শুধু এটুকুই। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তিন ও চারে থাকা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৫ ও ১০৩। পয়েন্ট টেবিলের প্রথম চার দলেরই শুধু ১০০-এর বেশি রেটিং পয়েন্ট। ৯৬, ৮৯, ৮৩ ও ৮২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ, ছয়, সাত ও আটে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। কোনো রেটিং পয়েন্ট না পাওয়া আফগানরা পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। ১০ ও ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ২৩ ও ১৫। 

বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত। যেখানে প্রথম দুই বছরের (২০২১-এর মে থেকে ২০২৩-এর মে) পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। আর ২০২৩-এর মে থেকে ২০২৪-এর মে মাসের পারফরম্যান্স পূর্ণমান হিসেবে ধরা হয়েছে। গত তিন বছর ব্যবধানে ভারত দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।২০১৯-২১ চক্রে ভারত রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ডের কাছে হেরে। পরের চক্রে (২০২১-২৩) ভারতকে কাঁদিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে গত বছরের ৭ থেকে ১১ জুন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত। 

টেস্টে শীর্ষস্থান হারালেও সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই সবার ওপরে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের রেটিং পয়েন্ট ১২২ ও ২৬৪। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম দশ দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ। ১১৬ ও ১১২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই ও তিনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩১।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং
          দল                   রেটিং পয়েন্ট 
 ১. অস্ট্রেলিয়া                   ১২৪
 ২. ভারত                         ১২০ 
 ৩. ইংল্যান্ড                      ১০৫
 ৪. দক্ষিণ আফ্রিকা           ১০৩
 ৫. নিউজিল্যান্ড               ৯৬
 ৬. পাকিস্তান                   ৮৯
 ৭. শ্রীলঙ্কা                        ৮৩
 ৮. ওয়েস্ট ইন্ডিজ             ৮২ 
 ৯. বাংলাদেশ                   ৫৩
 ১০. জিম্বাবুয়ে                  ২৩
 ১১. আয়ারল্যান্ড               ১৫
 ১২. আফগানিস্তান            ০ 

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজে অপেক্ষা ফুরাচ্ছে ম্যাথু পটসের

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত