হোম > খেলা > ক্রিকেট

প্রিয় বালিশ নিয়েই দেশে ফিরলেন রিজওয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেওয়া মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ সফরে এসেছিলেন একটি বালিশ সঙ্গে করে। টিম হোটেলে এই বালিশ মাথায় দিয়েই আরামে ঘুমিয়েছেন আর দলের জয়ে অবদান রেখেছেন প্রতিটি ম্যাচেই। টি-টোয়েন্টি ও টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ-মুমিনুল হকদের ধবলধোলাই করার পর এবার সেই বালিশ নিয়েই বাংলাদেশ ছাড়লেন রিজওয়ান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছে পাকিস্তান দল। দুবাই থেকে তারা দেশে ফিরবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দেখা যায়, সেই বালিশ বুকে নিয়ে ফিরছেন রিজওয়ান। এই পাকিস্তান উইকেটকিপার ব্যাটারের বালিশপ্রীতি অবশ্য নতুন নয়। বাংলাদেশ সফরে বালিশ নিয়ে আসার বিষয়ে পিসিবি জানিয়েছিল, এ বালিশে আরামের ঘুম হয় রিজওয়ানের। দেশে কিংবা বিদেশে সব জায়গাতেই তাঁর সঙ্গী এই বালিশ।

রিজওয়ান নিজেও তাঁর বালিশপ্রীতির বিষয়টি পরিষ্কার করেছেন আগেই। তিনি জানিয়েছিলেন, বালিশটি আসলে মেডিকেটেড। ডাক্তার তাঁর ঘাড়ের আরামের জন্য দিয়েছেন। উইকেটরক্ষক বলে কিপিং করার সময় সারাক্ষণ হেলমেট পরে থাকতে হয়। ব্যাটিং করার সময়ও তাই। এতে ঘাড়ের কিছু পেশি শক্ত হয়ে যায়। সেটি দূর করতে তাঁর সঠিক ঘুম দরকার।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও বালিশ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন রিজওয়ান। বাংলাদেশ সফর থাকায় দুবাই থেকে পাকিস্তান না ফিরে দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তিনি। এবার বালিশ সঙ্গে নিয়েই ঘরে ফিরছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ