হোম > খেলা > ক্রিকেট

কোহলির রেকর্ডের ৯ বছর পর মাসুদের রেকর্ড

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ বিশ্বকাপেই তো করেছেন একগাদা রেকর্ড। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বছরে ২০০০ বা তার বেশি রান ভারতীয় এই ব্যাটার করেছেন সাতবার। ‘রানমেশিন’-এর তকমা পাওয়া কোহলির ৯ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছেন শান মাসুদ। 

২০১৪-এর ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ছিল তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ টেস্ট। ধোনির শেষ টেস্টে আলো ছড়ান কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের প্রথম ইনিংসে কোহলি খেলেন ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে করেন ৫৪ রান। কোহলির পর এমসিজিতে কোনো সফরকারী ক্রিকেটারের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের এমন ঘটনা ঘটেছে এবার। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ মেলবোর্নে দুই ইনিংসে করেন ৫৪ ও ৬০ রান। 

শুধু কোহলির রেকর্ডই নয়, মাসুদ ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারদেরও রেকর্ড। মাসুদের আগে অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানি অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন হানিফ মোহাম্মদ, ইমরান খানের মতো তারকারা। ১৯৬৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ১০৪ ও ৯৩ রান করেন হানিফ। হানিফের কীর্তির ১৯ বছর পর মেলবোর্নেই দুই ইনিংসে ফিফটির কীর্তি গড়েন ইমরান। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৮৩ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে অপরাজিত ছিলেন ইমরান।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ