হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ মিশনে নামার আগে বাংলাদেশকে যে ‘টোটকা’ দিল আর্জেন্টিনা

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম সম্পর্কে আর্জেন্টিনা টের পেয়েছে গত বছর বেশ ভালোভাবেই। আর্জেন্টিনার ম্যাচের সময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা। বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে আর্জেন্টিনা তখন বেশ প্রচার-প্রচারণা চালিয়েছে। এবার ২০২৩ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে দারুণ এক ‘টোটকা’ দিয়েছে আর্জেন্টিনা। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। যেখানে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের অবস্থা তেমন একটা ভালো নয়। মাঠের পারফরম্যান্স, মাঠের বাইরের ঘটনাসহ ‘অস্বস্তিকর’ অবস্থা থেকেই খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশকে যেন মানসিকভাবে উজ্জীবিত করল আর্জেন্টিনা ফুটবল দল। ভারতে চলমান বিশ্বকাপে সাকিবদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেলতে বলেছে লিওনেল স্কালোনির দল। যেখানে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেও হয়েছে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ শুরু করতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেললে জয় নিশ্চিত।’ 
 
এছাড়া বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনা তাদের দেশে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনির কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ নিয়ে প্রশংসা। এমনকি আর্জেন্টাইন কোনো এক লিগেও দেখা গেছে বাংলাদেশের পতাকা। আর এ বছরের ৩ জুলাই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশে এসে ‘বাজপাখি’ শব্দটা বেশ পছন্দ হয়েছিল মার্তিনেজের।

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা