হোম > খেলা > ক্রিকেট

কী ব্যাটিংই না করলেন মাহমুদউল্লাহ-সৌম্য

স্কোরবোর্ডে ১৯ জমা পড়তেই নেই ৩ উইকেট। সেই খাদের কিনারা থেকে ফরচুন বরিশালকে টেনে তুললেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৮৫ বলে ১৩৯ রানের জুটি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে বরিশালও পেয়েছে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ। 
 
আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ১৬ রানে ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে (৪) ফেরান পেসার শরীফুল ইসলাম। এর পরপরই ঢাকার আরেক পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাত। ইনিংসের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ফেরান পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে (১০)। চার বল পর বোল্ড করেন মুশফিকুর রহিমকে (১)। 
 
তবে এরপর ঢাকার বোলারদের আর সুবিধা করতে দেননি সৌম্য-মাহমুদউল্লাহ। তাঁদের জুটিটিই এবারের বিপিএলে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ৩২ বলে ফিফটি উদ্‌যাপন করেন সৌম্য। এবারের বিপিএলে সিলেট পর্বে বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্যর সর্বোচ্চ ৪২ রানের আগের যে ইনিংস সেটি ঢাকা পর্বে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। 
 
৪৮ রানে দাঁড়িয়ে ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে তাসকিনকে চার মেরে ৩৭ বলে এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি পান মাহমদুউল্লাহ। শরীফুলের দ্বিতীয় শিকার হিসেবে ফেরার আগে ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। 
 
সৌম্য মাঠ ছাড়েন অপরাজিত থেকে। ৪৮ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রান করেন তিনি। শেষ তিন ওভারের আগে নেমে ১০ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রানের ক্যামিও উপহার দেন শোয়েব মালিক। ১৭তম ওভারে ১৭ রান পায় বরিশাল। তবে পরের দুই ওভারে করতে পারে ১৪ রান। 
 
এবারের বিপিএলের সর্বোচ্চ জুটি
                                                রান       উইকেট     প্রতিপক্ষ
সৌম্য-মাহমুদউল্লাহ (বরিশাল)    ১৩৯         ৪র্থ         ঢাকা
সাইফ-নাইম (ঢাকা)                   ১১৯          ২য়         কুমিল্লা
হাবিবুর-এনামুল (খুলনা)             ৯৯*          ৪র্থ         সিলেট

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ