হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট স্কটল্যান্ডের নতুন কমিটিকে আইসিসির সমর্থন

বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।

দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।

গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’

সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট