হোম > খেলা > ক্রিকেট

শান্তর ভাবনায় এখন যুক্তরাষ্ট্র সিরিজ 

জিম্বাবুয়েকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটিই শুধু খেলবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন তাকিয়ে এই সিরিজের দিকেই। 

প্রথমবারের মতো এবারই বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের তিন টি-টোয়েন্টি। ঠিক তার এক সপ্তাহ পর (১ জুন) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের ভালোমতো প্রস্তুত করতে পারব। সেখানে (যুক্তরাষ্ট্র সিরিজ) নিজেদের প্রস্তুত করতে তিন ম্যাচ পাচ্ছি। সেখানে আমাদের সেরাটা দেব।’ 

বাংলাদেশের ব্যাটিং ধসের চিরপরিচিত চিত্রটা যে দেখা গেছে জিম্বাবুয়ে সিরিজের শেষ ভাগে। মিরপুরে পরশু চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৫ রানে হারিয়েছে প্রথম ৩ উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ (৫৪), শান্ত (৩৬), সাকিব আল হাসানের (২১) ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৫৭ রান করেছে স্বাগতিকেরা। ১৫৮ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৯ বল হাতে রেখে জিতেছে ৮ উইকেটে। নিজেদের ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন, ‘অবশ্যই আমাদের শুরুটা আজ ভালো হয়নি। তবে মিডলে সুযোগ ছিল। সাকিব মিডলে দুই ওভার ভালো ব্যাটিং করেছেন। তাদের প্রতি সত্যিই খুশি।’ 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি