হোম > খেলা > ক্রিকেট

জানা গেল শান্তদের পাকিস্তান সফরের সূচি

আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। গতকাল বিসিবি সূত্রে জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে টেস্ট দুটির সূচিও। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে স্থানীয় ‘এ স্পোর্টস টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

সূচি নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি—এই তিনটি শহরের যেকোনো দুটিতে হতে পারে টেস্টগুলো। পিসিবি প্রধান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাহোরে কোনো টেস্ট হবে না। তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি। 

বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ