হোম > খেলা > ক্রিকেট

জানা গেল শান্তদের পাকিস্তান সফরের সূচি

আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। গতকাল বিসিবি সূত্রে জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে টেস্ট দুটির সূচিও। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে স্থানীয় ‘এ স্পোর্টস টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

সূচি নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি—এই তিনটি শহরের যেকোনো দুটিতে হতে পারে টেস্টগুলো। পিসিবি প্রধান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাহোরে কোনো টেস্ট হবে না। তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি। 

বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি