হোম > খেলা > ক্রিকেট

‘আফ্রিদি না বাবর, রিজওয়ানকে বাদ দিয়েছেন কে’ 

কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। এরই মধ্যে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। 

আফ্রিদি প্রশ্নের মুখে পড়েছেন মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ নির্বাচনে। করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। পাকিস্তানের একাদশ থেকে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। রিজওয়ানের পরিবর্তে একাদশে এসেছেন সরফরাজ আহমেদ। যেখানে প্রায় চার বছর পর টেস্টে ফিরলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। 

রিজওয়ানকে বাদ দেওয়ায় আফ্রিদি তো প্রশ্নের মুখে পড়েছেনই। এমনকি অধিনায়ক বাবর আজমকে নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। প্রুথভি প্যাটেল নামে একজন টুইট করেন, ‘সরফরাজ আহমেদ পাকিস্তানে তার প্রথম টেস্ট খেলছেন। আর বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। শহীদ আফ্রিদি না বাবর আজম, কে বাদ দিয়েছেন রিজওয়ানকে? এটাই তো প্রশ্ন।’ 

ওসামা নামের আরেকজন টুইট করেন, ‘সরফরাজের জন্য ভালো। তবে রিজওয়ানের সঙ্গে খুব অন্যায় হয়েছে। এটা তো ভালো হলো না। মাত্র ৬ ইনিংস দেখে আপনি একজনকে টেস্ট থেকে বাদ দিতে পারেন না।’ 

এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেন রিজওয়ান। ৩৮.১৩ গড়ে করেন ১৩৭৩ রান। করেছেন ২ সেঞ্চুরি আর ৭ ফিফটি। পাকিস্তানের জার্সিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রিজওয়ান।

বিপিএল থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে