হোম > খেলা > ক্রিকেট

লাঞ্চের আগে বাংলাদেশকে কাঁপালেন ‘বাংলা’র পেসার

জন্ম বিহারে হলেও ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে খেলে অনেক নামডাক কুড়িয়েছেন। পেয়েছেন ‘বাংলার পেসার’ উপাধি। তাঁর বিধ্বংসী বোলিংয়ে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কাঁপছে বাংলাদেশ।

ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পরই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে সফরকারীদের বেকায়দায় ফেলে গেলেন আকাশ। ৩ উইকেটে ২৬ রান করে মধ্যাহ্নভোজে গেল বাংলাদেশ। জাকির হাসান, মুমিনুল হক—বাংলাদেশের এ দুই ব্যাটারকেই বোল্ড করেন আকাশ। অপর উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। তিনি (বুমরা) যে সাদমান ইসলামের উইকেট নিয়েছেন সেটাও বোল্ড।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের ২ রানেই ভেঙেছে উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভার করতে আসা বুমরা ‘মাইন্ড গেম’ খেলতে থাকেন সাদমানের সঙ্গে। প্রথম ওভারের শেষ বলটা কী বুঝে সাদমান ছাড়তে গেলেন, সেটা তিনিই বলতে পারবেন। বুমরার ভেতরে ঢোকা বল আঘাত হেনেছে স্টাম্পে। ৬ বলে ২ রান করেন সাদমান। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর (শান্ত) সঙ্গে জাকিরের জুটিটা ভালোই এগোচ্ছিল। যেখানে জাকির এক প্রান্তে টেস্ট মেজাজেই খেলতে থাকেন। নবম ওভারের প্রথম বলে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন আকাশ। ঠিক তার পরের বলে মুমিনুল হকও বোল্ড হয়েছেন। আকাশ টানা দুই বলে ২ উইকেট নেওয়ায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৩ উইকেটে ২২ রান। মুশফিকুর রহিম অবশ্য আকাশকে হ্যাটট্রিকটা করতে দেননি।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন