হোম > খেলা > ক্রিকেট

দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে সাকিবকে

রানা আব্বাস, ঢাকা

দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান ৷ সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায়। কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে, বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ট সূত্র ।

সাকিবের বৃহস্পতিবারে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টি হয়েছে৷ যে নিরাপত্তা নিয়ে এত আলোচনা, আবারও সেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে । এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব । আপাতত তাঁর ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে। সেই ফ্লাইট নিয়েও বুধবার মধ্যরাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে । কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর । 

সাকিবকে দলে রেখেই কাল মিরপুর  টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি । দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার জাঁকালো বিদায় নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছে বিসিবি ৷ এর মধ্যে সাকিবের আসা নিয়ে জটিলতা তৈরি হলো ।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল