হোম > খেলা > ক্রিকেট

দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে সাকিবকে

রানা আব্বাস, ঢাকা

দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান ৷ সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায়। কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে, বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ট সূত্র ।

সাকিবের বৃহস্পতিবারে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টি হয়েছে৷ যে নিরাপত্তা নিয়ে এত আলোচনা, আবারও সেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে । এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব । আপাতত তাঁর ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে। সেই ফ্লাইট নিয়েও বুধবার মধ্যরাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে । কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর । 

সাকিবকে দলে রেখেই কাল মিরপুর  টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি । দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার জাঁকালো বিদায় নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছে বিসিবি ৷ এর মধ্যে সাকিবের আসা নিয়ে জটিলতা তৈরি হলো ।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে