হোম > খেলা > ক্রিকেট

লিটনের কাছে হারের বড় কারণ শরীফুলের চোট

ক্রীড়া ডেস্ক    

লিটনের কাছে হারের বড় কারণ শরীফুলের চোট। ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরেও সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। গতকাল লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল সফরকারীদের সিরিজ বাঁচানোর লড়াই। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল ৫৭ রানের বড় ব্যবধানে। ১ ম্যাচে বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকেরা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস দায় দিলেন ব্যাটিং ব্যর্থতা ও শরীফুল ইসলামের চোটকে।

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ২০১ রান তোলে পাকিস্তান। তবে বাংলাদেশ বড় ধাক্কা খায় ম্যাচের শুরুতেই। মাত্র তিন বল করার পর কুঁচকির টানে মাঠ ছাড়েন শরীফুল। বাকি সময় তাই বাঁহাতি পেসারকে ছাড়া খেলতে হয় সফরকারীদের। পুরস্কার বিতরণীর সময় লিটন বললেন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’

১৪ ওভারে ১৫৫ রান তুলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোরটা প্রথম ম্যাচের চেয়ে বেশিই হবে। তবে শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেন না হাসান-সাকিবরা। তবে ব্যাটিংয়ের দায় এড়াতে পারেননি অধিনায়ক লিটন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য খারাপ হয়নি। প্রথম ম্যাচেও রান তাড়ায় ভালো শুরু করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচেও ঝোড়ো শুরু করা তানজিদের ব্যাট থেকে আসে ৩৩ রান। স্বীকৃত ব্যাটাররা বাকিরা কেউই কিছু করতে পারেননি। শেষ দিকে তানজিম হাসান সাকিব খেলেছেন ৫০ রানের দারুণ এক ইনিংস। লিটন বললেন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।

পূর্ণাঙ্গ মেয়াদে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন লিটন। তারপর টানা চার ম্যাচে হার এবং দুটি সিরিজ হার দেখলেন। তবে শেষ ম্যাচ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁর, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী