হোম > খেলা > ক্রিকেট

১১ বছর পর ফিরে টি-টোয়েন্টিতে অ্যান্ডারসনের ঝলক

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টিতে অ্যান্ডারসনের ঝলক। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের লম্বা সময় টেস্ট সংস্করণেই খেলে গেছেন জিমি অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর মনোযোগী হয়েছেন সীমিত ওভারের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে। বিশেষ করে এক দশকের বেশি সময় পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে রীতিমতো আলো ছড়াচ্ছেন এই পেসার। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে গতকাল আবারও ৩টি উইকেট তুলে নিয়েছেন ৪৩ ছুঁই ছুঁই অ্যান্ডারসন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে শিকার করেছেন ১০ উইকেট।

৪২ বছর বয়সী অ্যান্ডারসন এই প্রতিযোগিতা দিয়েই টি-টোয়েন্টিতে ফিরেছেন ১১ বছর পর। লাল বলের ক্রিকেটের সফলতম এই বোলার চার ম্যাচে ওভারপ্রতি খরচ করেছেন স্রেফ ৬.৮৬ রান। এর মধ্যে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন ৩টি করে। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে তিনটি করে ওভার করেছেন এই ডানহাতি পেসার।

উস্টারশায়ারের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে চার ওভারে ৩২ রান দিয়ে অ্যান্ডারসন তুলে নেন ৩ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই প্রতিপক্ষ দলের অধিনায়ক ব্রেট ডি’অলভেইরাকে ফেরান। নিজের শেষ ওভার করতে ইনিংসের ষোড়শ ওভারে আসেন অ্যান্ডারসন। সেই ওভারে পাঁচ রান খরচ করে ড্রেসিংরুমে ফেরান গ্যারেথ রডারিক ও ফাতেহ সিংকে। ১৪৩ রানে উস্টারশায়ারকে গুটিয়ে দিয়ে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ল্যাঙ্কাশায়ার।

১ জুন চেস্টার-লি-স্ট্রিটে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩৯৩৫ দিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। সেই উপলক্ষটা তিনি রাঙিয়ে রাখেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে, চার ওভারে মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট। পরের ম্যাচে লেস্টারশায়ারের বিপক্ষে তিন ওভারে ২৩ রান দিয়ে উইকেট নেন ১ টি। নর্থাম্পটনশায়ারের বিপক্ষে পূর্ণ কোটার ওভারে ৩১ রানে তুলে নেন ৩ উইকেট। পরের ম্যাচেও অ্যান্ডারসন পেলেন সমানসংখ্যক উইকেট। ২০১৪ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অ্যান্ডারসন।

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান