হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বাগড়া দেবে বৃষ্টি! 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচ মানেই বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি—এমন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর। 

পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল হবে ১৩ নভেম্বর। ফাইনালে বৃষ্টির সম্ভাবনার কথা আজ সকালে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। এক বিবৃতিতে আবহাওয়া দপ্তর বলেছে, প্রচণ্ড (প্রায় শতভাগ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 

২০ ওভারের কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলো সাধারণত প্রতি ইনিংস ১০ ওভার করে হয়। রিজার্ভ ডেও রাখা হয় এই ম্যাচগুলোর জন্য। সেক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ যদি ইনিংস-প্রতি ১০ ওভার করে নাও খেলা হয়, তাহলে খেলা হবে ১৪ নভেম্বর। 

এবারের বিশ্বকাপে ফাইনালের আগে হওয়ার কথা ছিল ৬ ম্যাচ। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে তিন ম্যাচ। আফগানিস্তান-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া—এই তিন ম্যাচে মাঠে একটা বলও গড়ায়নি। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের ফলাফল এসেছিল ডিএলএস মেথডে। এমনকি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগেও ছিল বৃষ্টির শঙ্কা। 

এমসিজিতে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

‘বাংলাদেশ তো ভারতের শত্রুরাষ্ট্র নয়’

বিশ্বকাপ দলে কি তাহলে সুযোগ পাচ্ছেন রিপন

মোস্তাফিজকে এবার মিস করেছেন নবি

বিশ্বকাপের আগে নির্বাচকদের কী ইঙ্গিত দিচ্ছেন শান্ত

অ্যাশেজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে খাজা

ভারতের কাছে বাংলাদেশের হৃদয়বিদারক হারের কথা মনে পড়ল আশরাফুলের

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি