হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের প্রস্তাবে বিসিসিআইয়ের ‘না’

দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সম্পর্কের অবনতি হয়েছে ভারত-পাকিস্তানের। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বহু বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দুই এশিয়ান পরাশক্তি। এ জন্য তাদের নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ করার প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেপুটি ডিরেক্টর মার্টিন ডারলো। তবে তাঁর অনানুষ্ঠানিক প্রস্তাবকে সরাসরি ‘না’ বলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নিজেদের লাভের জন্যই ইসিবি এই প্রস্তাব দিয়েছে এমনটা মনে করেন এই কর্মকর্তা। ভারত-পাকিস্তানের সিরিজ যে নিকট ভবিষ্যতে হবে এমন সম্ভাবনাও দেখছেন না তিনি। তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে ইসিবি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কথা বলেছে। যা একটু অদ্ভুত। এই মুহূর্তে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্তটা সরকার নেবে। আমরা শুধু পাকিস্তানের সঙ্গে বহুজাতিক ইভেন্টে (আইসিসি ও এসিসি) খেলতে পারব।’

সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত-পাকিস্তান। দুই দল টেস্টে সিরিজ খেলেছে আরও পেছনে, ২০০৭ সালের ডিসেম্বরে। সেই হিসেবে দুই দলকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন মার্টিন। যেন দুই দেশের ধ্রুপদি লড়াইগুলো আবারও দেখতে পায় ক্রিকেটবিশ্ব। বিসিসিআইয়ের সরাসরি ‘না’ বলাতে রোমাঞ্চকর লড়াইয়ের জন্য ক্রীড়াপ্রেমীদের আরও অপেক্ষা করতে হবে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’