হোম > খেলা > ক্রিকেট

সুযোগ হাতছাড়ার মিছিলে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।

রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।

দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।

দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।

এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।

স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী