হোম > খেলা > ক্রিকেট

এবার ওপেনিংয়ে নেমে সাকিবের তাণ্ডব

ক্রীড়া ডেস্ক    

ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন সাকিব আল হাসান। ফাইল ছবি

ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।

কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।

গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।

মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ