হোম > খেলা > ক্রিকেট

অবশেষে সুখবর পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করলেন সাকিব। ছবি: এএফপি

অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টানা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে ইংল্যান্ডের লাফবোরোতে দেওয়া পরীক্ষায় পাস করেছেন তিনি।

সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলননে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে। তবে পেশাদার ক্রিকেট কোন লিগ দিয়ে শুরু করবেন সেটি এখনো জানা যায়নি।

এবার সাকিবের সঙ্গে ছিলেন তাঁর শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম। এর আগে গত বছরের ডিসেম্বরে লাফবোরোর পরীক্ষাকেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় তিনি পাস করতে ব্যর্থ হন।

তারপর সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন সাকিব। আর তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে সাফল্য পেলেন। এখন তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়ারররা। পর্যবেক্ষণে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে। ছিটকে যান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড