অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ দল। আজ গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিতর্কের পাশ কাটিয়ে বিশ্বকাপে মনোযোগ রাখার সুযোগ তাদের। কিন্তু এর মধ্যেই বড় দুঃসংবাদ অধিনায়ক সাকিব আল হাসানের চোট।
জানা গেছে, আজ প্রথম প্রস্তুতি ম্যাচের আগে গতকাল রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। গোড়ালির চোটের কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। তা-ই নয়, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে নেই নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও অধিনায়ক সাকিব। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।