হোম > খেলা > ক্রিকেট

অনলাইনে কীভাবে কাটবেন আয়ারল্যান্ড সিরিজের টিকিট   

টিকিট বিক্রিতে আগেও ডিজিটাল যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটির ধারাবাহিকতা থাকেনি। দীর্ঘ সময় লাইনে দাড়ানোর ঝামেলা এড়িয়ে অনলাইনেই টিকেট কেটে খেলার ব্যবস্থা আবারও করছে বিসিবি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই সুবিধা পাবেন দর্শকেরা।

বিসিবির ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খুলে একজন দর্শক সর্বোচ্চ ২টি টিকেট কিনতে পারবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকেট কেনার প্রক্রিয়া দেখে নিতে পারেন এখান থেকে—

১. টিকেট কিনতে প্রথমে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বাই টিকেট’ অপশনে ক্লিক করতে হবে। 

২. জাতীয় নিবন্ধন পত্রের নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। 

৩. নিবন্ধন সম্পন্ন হলেই ফোন নম্বরে একটি যাচাইকরণ কোড যাবে। ‘ওটিপি’ কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন। 

৪. এবার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার পছন্দ এবং চাহিদামতে গ্যালারি এবং টিকেটের সংখ্যা লিখে সাবমিট অপশনে ক্লিক করার পর টিকেটের মূল্য মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। 

৫. টিকেটের মূল্য পরিশোধ করার পরই ফোনে চলে যাবে অনলাইন টিকেটের কোড। এরপর নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে। 

টিকেট সংগ্রহ করতে হবে ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৬টার আগেই। সে হিসেবে আগামীকালে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু। সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী শনিবার।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড