হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের প্রস্তুতিটা ভালোই হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।

সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।

চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে