হোম > খেলা > ক্রিকেট

৪৬৭০ কোটিতে বিক্রি মেয়েদের আইপিএল দল

মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।

৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।

আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল। 

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া