হোম > খেলা > ক্রিকেট

‘ঠান্ডা’ খাবার নিয়ে আইসিসিতে ভারত

অনুশীলন শেষে ঠান্ডা খাবার পেয়ে খেপেছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের ক্ষোভে জ্বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। সিডনির মাঠে ঠান্ডা খাবার বিতর্কের জল এতটাই গড়িয়েছে যে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে বিসিসিআই।

বিতর্কিত ঘটনাটি ঘটেছে গতকাল। সাধারণত অনুশীলনের পর সাজঘরে ফিরে গরম খাবার খান ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু গতকাল মধ্যাহ্নভোজে খাবার দেখে মেজাজ হারান তাঁরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে ঠান্ডা স্যান্ডউইচ ও ফালাফেল (একটি আরবিয় খাবার) দেখে খাবারই খাননি রোহিত শর্মারা। দুপুরের খাবার না খেয়েই ফিরেছেন হোটেলে। 

ক্রিকেটারদের জন্য বরাদ্দকৃত খাবারের মধ্যে ছিল কয়েক রকম ফল ও স্যান্ডউইচ বানানোর উপকরণ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ‘নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিন’ এমন কথা লেখা নাকি বিরক্তিতে ফেটে পড়েন ক্রিকেটাররা। সরবরাহকৃত মাংস অতিরিক্ত ঝাল হওয়ায় অনেক ক্রিকেটার খেতে পারেননি বলেও জানা গেছে।

বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে বিসিসিআই। বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটাররা খাবার বয়কট করেছেন, বিষয়টি এমন না। কয়েকজন ফল ও ফালাফেল খেয়েছেন শুধু। মাঠে যারা খাননি তাঁরা হোটেলে গিয়ে খেয়েছেন। সমস্যা হচ্ছে অনুশীলনের পর আইসিসি গরম খাবার দেয়নি। সাধারণত দ্বিপক্ষীয় সিরিজগুলোতে স্বাগতিক দেশগুলো ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের পর গরম খাবার সরবরাহ করে। আমরা জেনেছি আইসিসি সব দেশকেই এই ঠান্ডা খাবার খেতে দিচ্ছে।’ 

বিরক্ত সেই কর্মকর্তা আরও বলেন, ‘দুই ঘণ্টার কঠিন অনুশীলনের পর কেউ অ্যাবাকাডো, টমেটো, শসা দিয়ে ঠান্ডা স্যান্ডউইচ খেতে চায় না। সোজা ভাষায় এই খাবারে পুষ্টিকর উপাদানের যথেষ্ট অভাব ছিল।’

বিসিসিআইয়ের অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানিয়েছেন আইসিসির এক কর্মকর্তা। তবে সমস্যার সমাধান না হলে বিসিসিআই নিজ উদ্যোগে ক্রিকেটারদের খাবারের ব্যবস্থা করবে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। হোটেল থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দূরত্ব ৪০ কিলোমিটার হওয়ায় ম্যাচের আগের দিন অর্থাৎ আজ অনুশীলন করেনি ভারত দল।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল