হোম > খেলা > ক্রিকেট

গেইলের রেকর্ড ভেঙে রিজওয়ানের পেছনে লেগেছেন পুরান 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কী হচ্ছে, সেটা হয়তো মোহাম্মদ রিজওয়ান জানেন না। কারণ রিজওয়ান তো ব্যস্ত রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে যখন ব্যস্ত রিজওয়ান, তখন সুদূর সেন্ট কিটস এন্ড নেভিসে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন নিকোলাস পুরান। বিধ্বংসী পুরানের সামনে রিজওয়ানের একটি রেকর্ডও পড়ে গেছে হুমকিতে।

দৌড়ে রান নেওয়ার চেয়ে বাউন্ডারি মারতেই যেন বেশি পছন্দ ছিল গেইলের। বোলারদের বলে কয়ে ছক্কা হাঁকাতেন ‘ইউনিভার্স বস’। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটারের ৯ বছরের রেকর্ড ভেঙেছেন তাঁরই স্বদেশি নিকোলাস পুরান। সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে পুরান মেরেছেন ৯ ছক্কা। স্বাগতিক সেন্ট কিটস এন্ড নেভিসের বোলারদের তুলোধুনো করে ৪৩ বলে করেছেন ৯৭ রান। ২০২৪ সালে এখন পর্যন্ত তিনি মেরেছেন ১৩৯ ছক্কা। যা এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা। এই তালিকায় দুইয়ে থাকা গেইল ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলে মেরেছিলেন ১৩৫ ছক্কা।

২০৩৬ রান করে এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড রিজওয়ানের। ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট দল,মুলতান সুলতানস, খাইবার পাখতুনখাওয়া-তিন দলের হয়ে এই কীর্তি গড়েন। পুরান এ বছর এরই মধ্যে ১৮৪৪ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলে। এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিপিএল, আইপিএল, আইএল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলেছেন তিনি। দুইয়ে থাকা অ্যালেক্স হেলস ২০২২ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে করেন ১৯৪৬ রান। 

এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার সেরা পাঁচের চারটিতেই জড়িয়ে গেইলের নাম। ২০১২ সালে ১২১ ছক্কা মেরে এই তালিকায় তাঁর রেকর্ডটি রয়েছে তিনে। ২০১১ ও ২০১৬ স্বীকৃত টি-টোয়েন্টিতে গেইলের ব্যাট থেকে আসে ১১৬ ও ১১২ ছক্কা

এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার পাঁচ রেকর্ড
 
                           ছক্কা         সাল   
নিকোলাস পুরান       ১৩৯        ২০২৪  
ক্রিস গেইল            ১৩৫        ২০১৫    
ক্রিস গেইল            ১২১        ২০১২    
ক্রিস গেইল            ১১৬        ২০১১    
ক্রিস গেইল            ১১২        ২০১৬

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি