হোম > খেলা > ক্রিকেট

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ৭৬ রান

প্রথম দিনকেও ছাড়িয়ে গেলে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন। আজও দাপট দেখিয়েছে বোলাররা। প্রথম দিন ১৪ উইকেট পড়লেও আজ গতকালের চেয়েও ২ উইকেট বেশি পড়েছে। তৃতীয় টেস্টে আজ ১৬ উইকেট পড়েছে। ফলে আগামীকালই ইন্দোর টেস্টের ফল নির্ধারিত হতে যাচ্ছে। 

বোলারদের দাপটে দিনের শুরু থেকেই ব্যাটারদের অবস্থা চিঁড়েচ্যাপ্টা। গত দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫৬ রানে ব্যাটিংয়ে নামায় শুরুটা করেছেন ভারতের বোলাররাই। মাত্র ৪১ রানে অজিদের বাকি ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা। 

প্রথম দিনে ৪ উইকেট নেওয়া বরীন্দ্র জাদেজা আজ উইকেট না পেলেও ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ভারতে হয়ে একটি করে রেকর্ডও গড়েছেন দুজনে। পঞ্চম পেসার হিসেবে নিজেদের মাঠে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন যাদব। 

অন্যদিকে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে উঠে এসেছে অশ্বিন। সব সংস্করণ মিলিয়ে ৬৮৯ উইকেট নিয়ে কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ৬৮৭ উইকেটে চারে আছেন ভারতকে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতীয় অফ স্পিনারের উপরে আছে শুধু হরভজন সিং ও অনিল কুম্বলে। ৭০৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন ভাজ্জি। আর ৯৫৩ উইকেটে শীর্ষে কুম্বলে। 

প্রথম ইনিংসের চেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে বেশি রান করলেও ব্যাটিংয়ের শুরুটা ছিল ভীতিজাগানিয়া। যা শেষ পর্যন্ত ছিল। ৫৯ রান করা চেতেশ্বর পূজারা ছাড়া বাকি ব্যাটাররা নাথান লায়নের ঘূর্ণিতেই হাঁসফাঁস করেছেন। ৮ উইকেট নেওয়া লায়নের স্পিন মায়াজালে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এতে করে ৭৬ রানের লক্ষ্য পেয়েছে অজিরা। আগামীকাল সিরিজ বাঁচানোর টেস্টে মাঠে নামবে সফরকারীরা। 

ইন্দোরে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে অনেক রেকর্ড নাম লিখিয়েছেন লায়ন। টেস্ট সংস্করণে ভারতের মাটিতে উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ২৫ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন অফ-স্পিনার। তাঁর উপরে উঠে আসাতে ১০৫ উইকেট নেওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ তিনে নেমে গেছেন। আর ১৩৯ উইকেটে শীর্ষে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। 

এ ছাড়া ভারতে বিপক্ষে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে স্বদেশি রিচি বেনোর রেকর্ডও ছুঁয়েছেন লায়ন। সঙ্গে পুজারাকে লজ্জার এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছেন। ১৩ বারের মতো ভারতীয় ব্যাটারকে আউট করেছেন তিনি। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট