হোম > খেলা > ক্রিকেট

বিপিএল টিকিটের দাম বাড়াল বিসিবি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম পর্ব শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে আজ টুর্নামেন্টের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। গতবারের চেয়ে দামও বেড়েছে টিকিটের।

মূলত ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। একমাত্র এই গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বোচ্চ আড়াই হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। দামের দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ডের পরেই রয়েছে ভিআইপি স্ট্যান্ড। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। ক্লাব হাউসের টিকিট মিলবে ৮০০ টাকায়। নর্থ, সাউথ—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। যেখানে গত বিপিএলে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম ছিল দেড় হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ডের দাম ছিল এক হাজার টাকা আর ৫০০ টাকা ছিল ক্লাব হাউসের টিকিটের দাম। নর্থ, সাউন্ড—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৩০০ টাকা।

চলতি সপ্তাহের শুক্রবার শুরু হবে ২০২৪ বিপিএল। উদ্বোধনী দিনের দুইটা ম্যাচের সময়ই ৩০ মিনিট করে পেছানো হয়েছে। প্রথম ম্যাচে বেলা আড়াইটায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল থেকেই পাওয়া যাবে টিকিট। তবে সিলেট ও চট্টগ্রাম পর্বের টিকিটের দাম এখনো ঘোষণা করা হয়নি।

 মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট।

২০২৩ ও ২০২৪ বিপিএলে টিকিটের দামের তুলনা:
গ্যালারি        বিপিএল  ২০২৩ (টাকা)    বিপিএল  ২০২৪ (টাকা)      
পূর্ব                    ২০০                                 ২০০
উত্তর/দক্ষিণ     ৩০০                                  ৪০০
ক্লাব হাউস        ৫০০                                 ৮০০ 
ভিআইপি         ১০০০                                ১৫০০
গ্র্যান্ড স্ট্যান্ড     ১৫০০                                ২৫০০

অ্যাশেজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে খাজা

ভারতের কাছে বাংলাদেশের হৃদয়বিদারক হারের কথা মনে পড়ল আশরাফুলের

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে