হোম > খেলা > ক্রিকেট

দিনের শুরুতেই জিম্বাবুয়েকে কাঁপাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফিরিয়েছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছে, সেখানে জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।

উদ্বোধনী জুটি ভাঙাই নয়, আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের বোলিংয়ে হাঁসফাঁস করছে জিম্বাবুয়ে। নাহিদ রানা ও হাসান মাহমুদের বোলিংয়ে ভেঙে গেছে জিম্বাবুয়ের টপ অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করেছে সফরকারীরা। অধিনায়ক ক্রেগ আরভিনের সঙ্গে আরেক অভিজ্ঞ শন উইলিয়ামস ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।

জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার বাউন্সার আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ।

বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। এখন সাবধানী ব্যাটিং করছেন উইলিয়ামস ও আরভিন। দুজনেই করেছেন ৪ রান। উইলিয়াম খেলেছেন ৬ বল। আর আরভিন ৯ বল খেলেছেন।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে