হোম > খেলা > ক্রিকেট

৮৯ বছরে সবচেয়ে বড় জয়ে বাংলাদেশের উচ্ছ্বাস

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ে ‘হ্যালির ধূমকেতুর’ মতো এক রেকর্ড গড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে আফগানিস্তানের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। রানের ব্যবধানে টেস্টে তা তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ৫০০ রানের বেশি ব্যবধানে জয় সর্বশেষ এসেছে ১৯৩৪-এর নভেম্বরে। লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬২ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ৮৯ বছরের ইতিহাসে বিশাল ব্যবধানে জয়ের রেকর্ডে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত ম্যাচসেরার পুরস্কার হাতে ছবি পোস্ট করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই স্মৃতি আজীবন মনে থাকবে।’ তাসকিন আহমেদ তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন, ‘আফগানদের ৫৪৬ রানে হারিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে রানের হিসাবে তা তৃতীয় সর্বোচ্চ।’ এ ছাড়া আফগানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশের এই পেসার। মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘দাপুটে পারফরম্যান্সে ৫৪৬ রানের জয়।’ নিজের ফেসবুক পেজে শরীফুল ইসলাম স্ট্যাটাস দিয়েছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডময় জয়।’

টেস্টে এই নিয়ে ১৮তম জয় পেল বাংলাদেশ। ২০০৫-এর জানুয়ারিতে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়েই টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এই নিয়ে অষ্টম দলের বিপক্ষে জয় পেলেন লিটন দাস-তাসকিন আহমেদরা। আর গত দেড় বছরে তিনটি দলের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। গত বছর নিউজিল্যান্ড, আর এই বছর আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। 

রানের ব্যবধানে টেস্টে বড় জয়
জয়ী                   ব্যবধান            প্রতিপক্ষ                    ভেন্যু                সাল
ইংল্যান্ড               ৬৭৫              অস্ট্রেলিয়া                    ব্রিসবেন             নভেম্বর ১৯২৮  
অস্ট্রেলিয়া            ৫৬২               ইংল্যান্ড                      ওভাল                আগস্ট ১৯৩৪  
বাংলাদেশ             ৫৪৬              আফগানিস্তান               মিরপুর                জুন ২০২৩ 

টেস্টে বাংলাদেশের যত প্রথম জয়
প্রতিপক্ষ                   সাল                                 ভেন্যু 
জিম্বাবুয়ে                জানুয়ারি ২০০৫                    চট্টগ্রাম
ওয়েস্ট ইন্ডিজ         জুলাই ২০০৯                        কিংসটাউন 
ইংল্যান্ড                  অক্টোবর ২০১৬                     মিরপুর 
শ্রীলঙ্কা                   মার্চ ২০১৭                           কলম্বো 
অস্ট্রেলিয়া               আগস্ট ২০১৭                        মিরপুর
নিউজিল্যান্ড             জানুয়ারি ২০২২                  মাউন্ট মঙ্গানুই
আয়ারল্যান্ড             এপ্রিল ২০২৩                       মিরপুর
আফগানিস্তান            জুন ২০২৩                         মিরপুর

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা