হোম > খেলা > ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ভ্রমণক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পায়নি বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। এই তিনজনের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব ও শরীফুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভুলত্রুটি শুধরে আজ ভালো কিছুর আশায় থাকবে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের মতো হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে কিউইরাও। পাকিস্তানের কাছে একপেশে ম্যাচে ৬ উইকেটে হেরেছে তারা। আজ তাই ঘুরে দাঁড়াতে উন্মুখ হয়ে থাকবে নিউজিল্যান্ডও।

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। দুই দলের ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচ, নিউজিল্যান্ডের জয় বাকি ১৩ ম্যাচে। কিউইদের ঘরের মাঠে অবশ্য এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। আজ সেই গেরোও খুলতে চাইবে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিল্নে ও ইশ সোধি।

 

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা