হোম > খেলা > ক্রিকেট

বয়স নয়, ফিটনেসই বিসিবির কাছে গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চমক রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। বিপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছেন। প্রথমবার টি-টোয়েন্টি দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম। ছয় বছর পর ৩২ বছর বয়সী রনি তালুকদারকেও দলে রাখা হয়েছে। সুযোগ হাতছাড়া করে বাদ পড়েছেন সিনিয়র ক্রিকেটার ও টি-টোয়েন্টির কয়েকটি নিয়মিত মুখ। 

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, যাঁরা জাতীয় দল ও বিপিএলে ভালো পারফর্ম করছেন তাঁদেরই দলে রাখা হয়েছে। পারফর্মের সঙ্গে ফিটনেসের ব্যাপারটিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সামনেও ক্রিকেটারদের বয়স নয়, পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন করতে চায় বিসিবি। 

আজ সংবাদমাধ্যমকে মিনহাজুল আবেদীন বলেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে, এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি-আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’

প্রধান নির্বাচক বলেন, ‘ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারে আরও শক্ত অবস্থানে যাচ্ছে বিসিবি। মিনহাজুল আবেদীন বললেন, ‘অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা সংস্করণে ওই খেলোয়াড়কে যদি দরকার হয়, অবশ্যই তাকে তৈরি করা হবে।’

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা