হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের ফাইনালে কাদের সমর্থন দেবেন চট্টলার দর্শকেরা

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টলার দর্শকদের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত বলে মনে করেন তামিম। ছবি: বিসিবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে শৈশবের দৌড়ঝাঁপ করা তামিমের ক্রিকেটীয় যাত্রা শুরুও এই শহরের ছোট গলি থেকেই। এক সময় চিটাগং কিংস ও চিটাগাং ভাইকিংসের জার্সিতে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে এখন আর তিনি চিটাগং দলের নন। সবশেষ তিন আসরে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার দলটির অধিনায়কও তামিম।

তামিম ফরচুন বরিশালের হয়ে খেললেও তাঁর প্রতি চট্টলার দর্শকদের ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। যা দেখা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম কিংসের খেলা না থাকলেও বরিশালের ম্যাচে মাঠে ছিল দর্শকের ঢল। তামিমকে এক নজর দেখতে এবং তাঁর ব্যাটিং উপভোগ করতে লাল জার্সি পরে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। তামিম মাঠে থাকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিণত হতো উৎসবমুখর পরিবেশে।

তামিম যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন পুরো গ্যালারির মনোযোগ থাকে তাঁর দিকেই। নীল-সাদা জার্সির দর্শকেরা তখনো হয়ে যান লাল জার্সি পরিহিত তামিমের ভক্ত।

এবারের বিপিএল ফাইনালে তামিমের বরিশাল মুখোমুখি হবে তার পুরোনো দল চিটাগং কিংসের। ২০১২ ও ২০১৩ মৌসুমে এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তামিম। সেই স্মৃতি আজও উজ্জ্বল তাঁর মনে। তবে এবার তিনি প্রতিপক্ষ, বরিশালের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন।

তো আজ ফাইনালে চট্টলার দর্শকদের কাছে কী চাওয়া তাঁর? তামিম বললেন, ‘আমার কাছে মনে হয়, চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু চিয়ারআপ করতে পারেন। চিটাগং পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তাদের সমর্থনই বেশি প্রাপ্য।’

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল