হোম > খেলা > ক্রিকেট

শাহরুখের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যুক্তরাষ্ট্রে শুরু হবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ৪ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে এবার খেলবেন সাকিব আল হাসান। 

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্ট মাতাবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলটি লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ২০২৪ মেজর লিগ ক্রিকেটের টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন। শিগগির দেখা হচ্ছে সাকিব।’ 

সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলেস। প্রথমবারের মতো সুযোগ পাওয়া এই টুর্নামেন্টে দলে সতীর্থ হিসেবে পাবেন গত আসরে খেলা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের। ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ায় অনেকটা পুরোনো ডেরায় ফিরেছেন তিনি। কেননা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 

২০১১ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন সাকিব। পরে অবশ্য ২০১৭-১৮ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০২১ সালে অবশ্য পুনরায় কলকাতায় যোগ দেন তিনি। তবে সবশেষ তিন আসরে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

আইপিএলের হয়ে সাকিবের খেলার স্মৃতিই নিজেদের বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে লস অ্যাঞ্জেলেস। তারা লিখেছে, ‘সাকিব, অবশ্যই নাইট রাইডার্সের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়সহ বিভিন্ন সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষা আর সইছে না।’

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ