হোম > খেলা > ক্রিকেট

মুমিনুলের ১০ হাজারের কীর্তির দিনে ফলোঅন এড়াল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ১০ হাজার পেরিয়ে গেছে। ছবি: ক্রিকইনফো

সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।

প্রথম ইনিংসে ২ উইকেটে ৪০ রানে থেকে বাংলাদেশ গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২৫১ রান। সেটুকু করতেই সফরকারীদের রীতিমতো ঘাম ছুটে গেছে। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রানে। এখনো সফরকারীরা পিছিয়ে ১৮১ রানে।

শাহাদাত হোসেন দীপুর উইকেট দিয়েই তৃতীয় দিনে উইকেটের হালখাতা খোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এই ব্যাটারকে কিমার রোচ ফেরালে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৬৬ রান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। চতুর্থ উইকেটে ১০৪ বলে ৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি তোলার পরপরই মুমিনুল বিদায় নিয়েছেন। এই ফিফটি করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। লাল বলের ক্রিকেটে এখন তাঁর রান ১০০০৫।

মুমিনুলের পর লিটনও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। শামার জোসেফের বল লেগসাইডে ঘোরাতে গিয়ে লিটন হয়েছেন বোল্ড। ৭৬ বলে ৩ চারে ৪০ রান করেছেন লিটন। ছয় নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ টেস্ট মেজাজে খেলতে থাকলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ২৩ রান করার পর তিনি (মিরাজ) আউট হয়েছেন আলজারি জোসেফের বলে।

লিটন, মিরাজ দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৬৬ রান। হঠাৎ খেই হারানো বাংলাদেশ দিশা খুঁজে পায় জাকের আলী অনিক ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে। সপ্তম উইকেটে তাঁরা (জাকের-তাইজুল) ১১৫ বলে করেন ৬৮ রানের জুটি। জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। ৬৮ রানের এই জুটি ভাঙতে না ভাঙতেই আরেক দফা ধস বাংলাদেশের ইনিংসে। ৬ উইকেটে ২৩৪ রান থেকে মুহূর্তেই সফরকারীদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৫৭ রান। ৮৯ বলে ৫৩ রান করা জাকেরকে ফিরিয়েছেন জাস্টিন গ্রিভস। হাতে ১ উইকেট নিয়ে ১৮১ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম অপরাজিত ১১ ও ৫ রান করে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা